ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূইয়াকে বেনামি ‘উড়ো চিঠি’ পাঠানো হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা নিশ্চিতে শাহবাগ থানায় জিডি করেছেন তিনি।
বুধবার শাহবাগ থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জিডির কপিতে নিজামুল হক ভূঁইয়া উল্লেখ করেন, মঙ্গলবার ডাকযোগে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটে তার অফিস কক্ষে ইংরেজিতে ‘প্রফেসর নিজামুল হক ভূঁইয়া’ নামে ডাকযোগে একটি খাম পাঠানো হয়। বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলামের উপস্থিতিতে তিনি খামটি খুলে চারটি কাগজ পান। এগুলোতে তিনি ও তার পরিবারকে অশ্লীল ভাষায় গালাগালি, ‘শেখ মুজিবের আসল বংশ পরিচয়’ নামে একটি লেখা, ‘দোস্তিঃ ত্রিশ লক্ষ লাশের উপর!’ শিরোনামে কাগজের কাটিং ও ছোট এক টুকরা সাদা কাপড় পান। এ বিষয়ে তিনি সাধারণ ডায়েরি করছেন।
এ বিষয়ে নিজামুল হক ভূঁইয়া বলেন, ‘আমরা যারা সরকারের উন্নয়ন নিয়ে কথা বলি, আমাদের টার্গেট করে এটা লিখে। নইলে বঙ্গবন্ধুকে আনবে কেন এখানে? আমার পরিবারকে নিয়ে আজেবাজে যা লিখেছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি মনে করি একটা জঙ্গিগোষ্ঠী এগুলো পাঠিয়েছে। আমাদের সবার নিরাপত্তার দাবি জানাই। এটা জরুরি হয়ে গেছে।’
শাহবাগ থানা সূত্রে জানা যায়, অধিকতর তদন্তের স্বার্থে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে বিষয়টি ফরোয়ার্ড করা হয়েছে।