আপনার বাবাকে দুর্নীতির টিকা দিন: টিআইবির কার্টুন

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৯, ২০২৪, ০৭:৫৬ পিএম

আপনার বাবাকে দুর্নীতির টিকা দিন: টিআইবির কার্টুন

দুর্নীতিবিরোধী কার্টুন

দুর্নীতিবাজ বাবা কিংবা সন্তানের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম এখন আর নিরাপদ ঠেকছে না। বাবাকে নিয়ে সন্তানের করা প্রশস্তিমূলক পোস্ট দিতেই ভাইরাল হয়ে যাচ্ছে। সন্তানের বিলাসী জীবনযাপন ও বাবার আর্থিক উৎস নিয়ে নেটিজেনরা সন্দেহ করছেন। সবশেষ ঘটনা পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর বিরুদ্ধে প্রশ্ন ফাঁস ও তার সন্তান সৈয়দ সোহানুর রহমান সিয়ামের ফেসবুক পোস্টকে ঘিরে। বাংলাদেশে সাম্প্রতিক দুর্নীতির ঘটনাকে পুঁজি করে ‘আপনার বাবাকে দুর্নীতির টিকা দিন’- শিরোনামে একটি টিকার কার্ড নিজেদের ওয়েবসাইট ও ফেসবুক পেজে শেয়ার করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

মঙ্গলবার টিআইবি তাদের একটি ফেসবুকে এই কার্টুন শেয়ার করে ক্যাপশনে লিখেছে- দুর্নীতি প্রতিরোধে আওয়াজ উঠুক ঘর থেকে। ছবিতে দেখা যায়, একটি টিকার কার্ড। শিশুদের টিকা দেওয়ার সময় যে কার্ড দেওয়া হয়, এই কার্ডটিও ঠিক তেমন। তবে এর ভেতরের অংশে প্রতীকী শিশুর ছবি রাখা হয়নি, রাখা হয়েছে বয়স্ক লোকের একটি প্রতীকী ছবি। ২০২৩ সালে দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার আয়োজন করে তারা। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শাদাত মাহবুব এই কার্টুন এঁকেছিলেন।

গত ৭ জুলাই ‘বিসিএস প্রিলি-লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে চ্যানেল-২৪। এতে পিএসসির ক্যাডার ও নন-ক্যাডারসহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উত্থাপিত হয়েছে। এর সঙ্গে পিএসসির কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জড়িত বলেও দাবি করা হয়। এ ঘটনায় পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরই মধ্যে তারা গ্রেপ্তার হয়েছেন।

এর আগে জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ইফতেখার রাফসানের বাবার ঋণ খেলাপি কিংবা ছাগল-কাণ্ডের পর ছেলে ইফাতের বিলাসি জীবনযাপন ও বাবা মতিউর রহমানের আর্থিক উৎস নিয়ে প্রশ্ন তুলতে থাকেন নেটিজেনরা। একপর্যায়ে তাদের মুখোশ খুলে যায় সামাজিক মাধ্যম এবং বিভিন্ন টেলিভিশন ও সংবাদমাধ্যমের খবরে।

একের পর এক এমন বাবা ও ছেলের কাণ্ড নিয়েই দুর্নীতিবিরোধী নতুন এই কার্টুন শেয়ার করেছে টিআইবি। এরই মধ্যে অনেকে কার্টুনটি সামাজিক প্ল্যাটফর্মে শেয়ার করে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ দিচ্ছেন। এ সময় অনেকে ‘পাশাপাশি একটা লজ্জার টিকাও দেওয়া দরকার’ বলে মন্তব্য করেছেন।

Link copied!