টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার এক ভোটকেন্দ্রে ভিমরুলের আক্রমণে মহিলা-পুরুষসহ ৩৫ জন আহত হয়েছেন।
রোববার (৮ মে) দুপুরে উপজেলার মুশুদ্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই দফায় এ ঘটনা ঘটে।
প্রথম দফায় দুপুর ১টার দিকে ভোট দিতে আসা নারী-পুরুষসহ দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যদের আক্রমণ করে এক ঝাঁক ভিমরুল। বেলা ২টার দিকে আবারও দ্বিতীয় দফায় ভিমরুল আক্রমণ করে ভোটকেন্দ্রে। এ সময় বেশ কয়েকজনকে আহত হন।
এ বিষয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, “ভিমরুলের আক্রমণে চার পুলিশ সদস্য ও দুজন আনসার আহত হয়েছেন। তবে দুজন পুলিশ সদস্যের অবস্থা বেশ খারাপ।
এ বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. মামুন সরকার বলেন, “ভিমরুলের আক্রমনে ৩৫ জন আহত হয়েছে। তবে এর মধ্যে দুই পুলিশ সদস্যের অবস্থা
গুরুতর। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বর্তমানে ভোটকেন্দ্রর অবস্থা স্বাভাবিক রয়েছে।”