পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৫৬ হাজার ৫৫৯ জন হজযাত্রী। মোট ১৪৬টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৫২ হাজার ৮১২ জন। সরকারি-বেসরকারি মিলিয়ে ভিসা ইস্যু হয়েছে শতভাগ।
হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে হেল্পডেস্ক।
এ পর্যন্ত মোট ১৪৫ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৪টি, সৌদি এয়ারলাইন্সের ৪৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স ২৫টি ফ্লাইট পরিচালনা করেছে। গতকাল পর্যন্ত মোট ফ্লাইটের ৬৮ দশমিক ১ শতাংশ ফ্লাইট আর মোট হাজযাত্রীদের মধ্যে ৬৭ শতাংশ সৌদি পৌঁছান।