শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে ওয়াশিংটনের হাত নেই: হোয়াইট হাউস

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৩, ২০২৪, ০৫:১০ এএম

শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে ওয়াশিংটনের হাত নেই: হোয়াইট হাউস

শেখ হাসিনা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের কোনও হাত নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। গতকাল সোমবার তারা জানায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পেছনে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ ‘একেবারেই মিথ্যা’।

বিষয়টি নিয়ে এক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়েরকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, “শেখ হাসিনার পদত্যগের পেছনে আদৌ আমাদের কোনও সম্পৃক্ততা ছিল না। এই ধরনের ঘটনার সঙ্গে ওয়াশিংটনের জড়িত থাকার যেকোনও প্রতিবেদন বা গুজব নিছক মিথ্যা।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ সেই দেশের জনগণেরই নির্ধারণ করা উচিত। আমরা সেটাকেই সমর্থন করি।”

চলতি সপ্তাহের রোববার ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলা হয়, তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্র ভূমিকা পালন করেছে। কারণ ওয়াশিংটন ঢাকার কাছ থেকে সেন্ট মার্টিন দ্বীপ করায়ত্ত করতে চেয়েছিল। সেই সঙ্গে বলা হয়েছে, শেখ হাসিনা তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে এই বার্তা পৌঁছে দিয়েছেন।

ভারতের আরেকটি সংবাদমাধ্যম দ্য প্রিন্টেও শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে উল্লেখ করা হয়। তবে রোববার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে লেখেন, শেখ হাসিনা কখনোই এ ধরনের বক্তব্য দেননি।

Link copied!