২৭ হাজার মোবাইল টাওয়ার কখন সচল হতে পারে?

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৮, ২০২৪, ০৭:২৩ এএম

২৭ হাজার মোবাইল টাওয়ার কখন সচল হতে পারে?

প্রতীকী ছবি

ঘূর্ণিঝড় ‘রেমাল’ আঘাত হেনেছে ৩৬ ঘণ্টা হয়ে গেল। এখনও সচল হয়নি সারাদেশের ২৭ হাজার মোবাইল টাওয়ার। কিন্তু কখন সচল হবে এসব টাওয়ার? এই বিস্তর প্রশ্ন উঠেছে গ্রাহকদের মনে। চরম ভোগান্তিতে থাকা গ্রাহকরা বলছেন, ঘূর্ণিঝড়ের কারণে তারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এর শেষ কখন হবে- সেটাই বড় জিজ্ঞাসা। তবে সেই জিজ্ঞাসারও জবাব মিলেছে। অপারেটররা আশা করছেন, বিকেলের দিকে দুর্গত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকার বিভিন্ন স্থানে কাউকে মোবাইলে ফোন করেও পাওয়া যাচ্ছে না। শুধু তাই নয়, মোবাইল ব্যাংকিংয়েও টাকা পাঠানো যাচ্ছে না। গতকাল সোমবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় স্থানীয় গ্রাহকদের ভোগান্তি চরমে ওঠে। তারা জানান, “কারও সঙ্গে আমরা কথা বলতে এবং জরুরি প্রয়োজনে টাকা পাঠাতেও পারছি না।”

মোবাইলে নেটওয়ার্ক কেন পাওয়া যাচ্ছে না- গ্রাহকদের এই প্রশ্নের জবাব দিয়ে অপারেটররা বলছেন, ৩০ হাজার মোবাইল টাওয়ারে এখন কোনো বিদ্যুৎ সংযোগ নেই। যদিও  জেনারেটর দিয়ে এরই মধ্যে ৩ হাজার টাওয়ার সচল করা হয়েছে।

Link copied!