বিএনপির এই অবরোধ কার বিরুদ্ধে? : নানক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৪, ২০২৩, ১০:৫৮ এএম

বিএনপির এই অবরোধ কার বিরুদ্ধে? : নানক

দেশের গণতন্ত্র আজ হুমকির মুখে: নানক। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বিএনপির এই অবরোধ কার বিরুদ্ধে, কিসের স্বার্থে অবরোধ? উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে এমন প্রশ্ন করে অবরোধ জনগণের বিরুদ্ধে দেয়া হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। 

মঙ্গলবার (১৪ নভেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের মালিকানাধীন মোহাম্মদপুর নতুন কাঁচাবাজারে (কৃষি মার্কেট) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদারদের আর্থিক সহায়তার চেক বিতরণ ও পুনঃনির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, তারেক রহমান লন্ডনে বসে লাদেনের মতো বক্তব্য আর হুকুম দেয়। তার লক্ষ্য হলো, যে দেশে তিনি থাকতে পারেন না, সেই দেশের মানুষকে শান্তিতে থাকতে দেবে না।

তিনি আরও বলেন, আপনাদের চোখ-কান খোলা রাখতে হবে। আগামী নির্বাচন একটি অগ্নিপরীক্ষার নির্বাচন, সেই নির্বাচনে যদি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে পারেন, তাহলেই উন্নয়নের সর্বশিখরে পৌঁছাবে বাংলাদেশ।

দেশের গণতন্ত্র আজ হুমকির মুখে উল্লেখ করে নানক বলেন, কেন ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসায় হামলা হলো? কী কারণে জাস্টিজ কোয়ার্টারে হামলা হলো? পুলিশ কনস্টেবলকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো?

অনুষ্ঠানে আওয়ামী লীগের এই নেতা বলেন, মাত্র ৬০ দিনের মাথায় এই মার্কেটের কাজ আমরা শুরু করব ইনশাআল্লাহ এবং গতকাল সোমবার প্রধানমন্ত্রী নিজেই মোহাম্মদপুর কৃষি মার্কেটের খোঁজ নিয়েছেন বলেও জানান তিনি। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও স্থানীয় আওয়ামী লীগ, ভাতৃপ্রতীম ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Link copied!