‘বিএনপি অবরোধ কর্মসূচি দিয়েছে ফখরুল সাহেব তো জেলে, বাকি নেতারা পালিয়ে আছে। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে অবরোধে নেতৃত্ব দেবে কে? বিএনপির লক্ষ্য নির্বাচন বানচাল করা, অংশ নেয়া তাদের উদ্দেশ্য নয়।’
সোমবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভায় এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যে স্পিরিট ছিল এটা থাকলে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত। আওয়ামী লীগ, বিএনপির অবরোধের সঙ্গে পাল্টা কোনো কর্মসূচি দেবে না। পূর্বঘোষিত শান্তি সমাবেশই অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ‘বিএনপিবিহীন নির্বাচন করব এটা আমরা চাই না। অনান্য দেশে যেভাবে নির্বাচন হয় ঠিক বাংলাদেশেও নিয়ম অনুযায়ী নির্বাচন হবে। কে কে এলো আর এলো না তার জন্য নির্বাচন থেমে থাকবে না।
বিএনপি-জামায়াতের হামলায় পুলিশ সদস্য হত্যার কথা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নৃশংসতা বিএনপির আসল রূপ। সাংবাদিক-পুলিশ কাউকে ছাড় দেয়নি। সাংবাদিক যা দেখবে তা লিখবে, এটাই বিএনপির চোখে অপরাধ। তাই সাংবাদিকদের ওপর হামলা করেছে। একজন পুলিশ সদস্যকে নৃশংস ভাবে হত্যা করেছে কত ভয়ঙ্কর তারা। এটাই হলো তাদের আসল চেহারা।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে কাদের বলেন, আপনারা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন আপনারা ধৈর্যহারা হবেন না, সামনে নির্বাচন, আমরা বিজয়ের দিকে যাচ্ছি।
সভায় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের দলীয় সংসদ সদস্য এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা।