ডিবি হেফাজত থেকেই ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র সব কর্মসূচি প্রত্যাহার

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৮, ২০২৪, ১০:৩৮ পিএম

ডিবি হেফাজত থেকেই ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র সব কর্মসূচি প্রত্যাহার

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র ৬ সমন্বয়ক

ডিবি হেফাজত থেকেই সব কর্মসূচি প্রত্যাহার করেছেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র ৬ সমন্বয়ক।

রোববার (২৮ জুলাই) রাতে এক বিবৃতিতে স্বাক্ষর করেন তারা। ওই বিবৃতিতে পর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সহিংসতার ও অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিন্দা এবং সুষ্ঠু বিচার দাবি করেছেন সমন্বয়করা।

বিবৃতিতে তারা বলেছেন, “আমরা সরকারকে জোর দাবি জানাচ্ছি যে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় খুলে দেওয়া হোক যাতে শিক্ষার জন্য একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা যায়।”

তারা উল্লেখ করেছেন যে তাদের মূল দাবি, কোটা সিস্টেমের যৌক্তিক সংস্করণের বিষয়টি সরকার এরই মধ্যে মেনে নিয়েছে।

সংগঠনের নেতারা আরও তুলে ধরেছেন, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে সহিংসতার ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। বিশেষ করে বিটিভি, সেতু ভবনের মতো বেশ কয়েকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অগ্নি সংযোগের মতো ঘটনা ঘটেছে।

বিবৃতিতে তারা যোগ করেন, “আমরা এসব অগ্রহণযোগ্য ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং একটি সুষ্ঠু তদন্তের পর দ্রুত বিচার দাবি করছি।”

স্বাক্ষরকারী ৬ সমন্বয়ক হলেন- মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।

Link copied!