 
						
                            ছবি: সংগৃহীত
নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, জুলাই-আগস্ট বিপ্লবের চেতনাকে ধারণ করে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, শহীদদের রক্তস্নাত এ পলল ভূমিকে একটি সমৃদ্ধ স্বদেশে পরিণত করার মধ্য দিয়েই এই বিপ্লবের সফলতা নির্ভর করবে।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ এফ হাসান আরিফ বাংলাদেশকে এ অঞ্চলের একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য ও এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
বিমানবন্দরসমূহের সেবার মান আরও বৃদ্ধি, বিমান বাংলাদেশের যাত্রীসেবা, ফ্লাইট সিডিউল ঠিক রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আরও পড়ুনঃ দেশের মানুষের বিরুদ্ধে বুলেট ব্যবহার করা যায় না
দেশের পর্যটন আকর্ষণীয় স্থানসমূহকে ট্যুরিস্ট ডেস্টিনেশনে পরিণত করার যথাযথ উদ্যোগ এবং কক্সবাজার বিমান বন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা জানান উপদেষ্টা।
মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত সচিব সায়েমা শাহীন সুলতানা, আব্দুন নাসের খান, ফাতেমা রহিম ভীনা ও মো. আনিসুর রহমানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরআগে নবনিযুক্ত উপদেষ্টা মন্ত্রণালয়ে এসে পৌঁছালে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
 
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                    