অবৈধ পথে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে ঠাণ্ডায় মৃত্যুবরণকারী সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে এক জনের মরদেহ ঢাকায় এসেছে। অন্য ৬ জনের মরদেহ আগামী ৬ দিনে আসবে। শনিবার ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্র এ তথ্য জানায়।
ভূমধ্যসাগরে অতিরিক্ত ঠাণ্ডায় মারা যাওয়া ইতালিতে অভিবাসন প্রত্যাশী সাত জনের মধ্যে ইমরান হাওলাদারের মরদেহ গতকাল শুক্রবার বাংলাদেশে পৌঁছেছে। তার বাড়ি মাদারীপুর জেলায়।
দূতা্বাস সূত্রে আরও জানা যায়, মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুরের জয় তালুকদারের মরদেহ আসছে আজ।শরীয়তপুরের কামরুল বাপ্পীর মরদেহ আসবে ১৩ ফেব্রুয়ারি। নরসিংদীর সাইফুল ইসলাম ও সুনামগঞ্জের সাজ্জাদুল ইসলামের মরদেহ আসবে ২০ ফেব্রুয়ারি। মাদারীপুরের সদর উপজেলার ঘটকচর গ্রামের সাফায়েত মোল্লার মরদেহ আসবে ২১ ফেব্রুয়ারি। টার্কিশ এয়ারলাইন্সের ফ্লেইটে এসব মরদেহ প্রতিদিন দুপুর ২টায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তত্ত্বাবধানে বিমান বন্দরে স্থাপিত প্রবাসী কল্যাণ ডেস্ক মরদেহ এসব গ্রহণ ও পরিবারের কাছে হস্তান্তর করছে।
প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি লাম্পেডুসা দ্বীপে যাওয়ার সময় দীর্ঘক্ষণ তীব্র ঠাণ্ডায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়।