অসু্স্থ খালেদা জিয়াকে স্থায়ী জামিন দেন: মির্জা ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৩, ২০২১, ০৮:৫৫ পিএম

অসু্স্থ খালেদা জিয়াকে স্থায়ী জামিন দেন: মির্জা ফখরুল

দেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা সম্ভব নয় জানিয়ে তাকে উন্নত চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার জন্য স্থায়ী জামিন দেওয়ার দাবি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৩ অক্টোবর) রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত আফসার আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ  সভায় তিনি এসব কথা বলেন।

‘খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে অসুস্থ্য করা হচ্ছে’ অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, দেশে চেয়ারপারসনের চিকিৎসা করা সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। দেশের বাইরে নিতে হবে।  কিন্তু সরকার তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না।’ এসময়  খালেদা জিয়ার স্থায়ী জামিনের  দাবি জানান তিনি।

খালেদা জিয়াকে গতকাল মঙ্গলবার হাসপাতালে নেওয়া হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘কয়েক দিন জ্বর আসছিল, তার কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিতে হয়েছে। এছাড়া শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছেন। তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরীক্ষা-নিরীক্ষার জন্যই তাকে হাসপাতালে নেয়া হয়েছে।’ এসময় খালেদা জিয়াকে বাঁচাতে ও রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন করে সরকার হটাতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

আয়োজক সংগঠনের আহবায়ক জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপি'র আহবায়ক আব্দুস সালাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সেলিম ভূঁইয়া।

Link copied!