শনিবার নগরীর বন্দর এলাকায় প্রচারণায় অংশ নিয়ে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী অভিযোগ করে বলেন, তৈমুর আলম খন্দকার গডফাদার শামীম ওসমান ও সেলিম ওসমানের প্রার্থী। উনি বিএনপির প্রার্থী না, স্বতন্ত্র প্রার্থী না; তিনি ওসমান পরিবারের প্রার্থী। আইভীর এমন অভিযোগের পর মুখ খুললেন শামীম ওসমান। বলেছেন, নিজের ব্যক্তিগত অবস্থান নিয়ে দুই দিনের মধ্যে সংবাদ সম্মেলন করবেন। আইভী তাকে গডফাদার বলে দলীয় সভাপতি শেখ হাসিনার প্রতি আঙুল তুলেছেন বলেও অভিযোগ করেন তিনি।
আলোচনায় শামীম ওসমান
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে দুই হেভিওয়েট প্রার্থী— আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী আর বিএনপি থেকে অব্যাহতি পাওয়া তৈমুর আলম খন্দকার। প্রচারণায় সরগরম নারায়ণগঞ্জ। প্রতিদিনই পরস্পরের বিরুদ্ধে নানা কথা বলছেন তাঁরা। তবে দুজনের কথার যুদ্ধ ছাপিয়ে সেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সরকার দলীয় সংসদ সদস্য শামীম ওসমান।
শামীম ওসমানের দাবি, আইভী তাকে গডফাদার বলে দলীয় সভাপতি শেখ হাসিনার প্রতি আঙুল তুলেছেন। মোবাইল ফোনে আলাপকালে তিনি আরও বলেন, দুই দিন আগে একটা ভিডিও দেখলাম, সেখানে উনি (আইভী) বলছেন, শামীম ওসমান আমাদের নেতা। উনি বড় ভাই, আওয়ামী লীগের সাংসদ। দুই দিনের মধ্যে গডফাদার হয়ে গেলাম?’
দলীয় মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমাকে মনোনয়ন দিয়েছে আমার দল। আমি যদি গডফাদার হই, তাহলে আমাকে মনোনয়ন দিয়েছেন কে? কাকে প্রশ্নবিদ্ধ করা হলো? যে বলেছে, তার (আইভী) কাছে জিজ্ঞেস করেন, আপনি দুই দিন আগে এটা বলেছেন, দুই দিন পরে এটা বললেন। কোনটা সঠিক।
শামীম ওসমান বলেন, দুই দিন আগে বললেন, নেতা, বড়ভাই। সব বললেন। এখন আজকে বললেন গডফাদার। আমি আওয়ামী লীগ করি, সেও আওয়ামী লীগ করে। আমি এমপি হয়েছি আওয়ামী লীগের মনোনয়নে। এখন আমি যদি গডফাদার হই, তাহলে আঙুলটা কার দিকে তোলা হলো?
দুই দিনের মধ্যে সংবাদ সম্মেলন
দুই দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে জবাব দেবেন বলে জানিয়ে শামীম ওসমান বলেন, ‘সেটা কালকেও হতে পারে, কিংবা পরশু হতে পারে। সেখানে আমি আমার কথা বলবো। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নিজেকে খুব একটা প্রাসঙ্গিক বলে মনে করছেন না শামীম ওসমান। তিনি বলেন,প্রথম দিক থেকেই চুপচাপ ছিলাম। এখনও আছি। তাহলে আমি নিউজ হবো কেন? যারা আমাকে নিউজ বানাতে চাচ্ছেন। আমিতো তাদের বলেছি, কী কারণটা। এখন ওনারা যদি কেউ কেউ ফায়দা লুটার চেষ্টা করেন, তাহলে এখন আমার দায়িত্ব হচ্ছে জনগণকে জানানো। জনগণ যদি সেটা সঠিক মনে করে, তাহলে সঠিক। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়, কোনো রাজনৈতিক নয়।’
১৬ জানুয়ারি নির্বাচন
আগামী ১৬ জানুয়ারি নাসিক নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের সময় ঘনিয়ে এলেও নিজের অবস্থান পরিষ্কার করেননি স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান। সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর মনোনয়নের পর থেকে খুব বেশি গণমাধ্যমে কথাও বলেননি শামীম ওসমান। প্রকাশ্যে নৌকার পক্ষেও অবস্থান নেননি। গত ২০ ডিসেম্বর নির্বাচন উপলক্ষে ঢাকা বিভাগের সাংগঠনিক দায়িত্ব পাওয়া নেতাদের সঙ্গে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতাদের বৈঠকেও উপস্থিত ছিলেন না শামীম ওসমান। সম্প্রতি শামীম ওসমান জেলা প্রশাসন আয়োজিত ধলেশ্বর নদে নৌকাবাইচ অনুষ্ঠানে যোগ দেন, নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে প্রায় দুই দফা নিজ উপজেলার চেয়ারম্যান, কাউন্সিলর প্রার্থীদের সাংগঠনিক বৈঠক করেন। তবে কোনো সভায় আইভী বা সিটি নির্বাচন বা আইভীর সমর্থনে মাঠে নামা নিয়ে কোনো মন্তব্য করেননি।