আমি নোংরা রাজনীতির শিকার হয়েছি: সামিয়া রহমান

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১, ২০২১, ০৩:২৪ পিএম

আমি নোংরা রাজনীতির শিকার হয়েছি: সামিয়া রহমান

নিজের বিরুদ্ধে গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমান বলেছেন, কোনো রকম দালিলিক প্রমাণ ছাড়া আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই বলে বিশ্ববিদ‌্যালয়ের নোংরা রাজনীতির শিকার হয়েছি।

সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার তুরিন আফরোজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ। 

এর আগে একাডেমিক গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগ আনা হয় সামিয়া রহমানের বিরুদ্ধে। ওই অভিযোগে তার শাস্তি হিসেবে পদাবনততিও হয়। এ বিষয়ে তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান কর্তৃপক্ষের কাছ থেকে তিনি ন্যায় বিচার পাননি। এ বিষয়ে প্রকৃত সত্য উদ্‌ঘাটন করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দিতে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানিয়েছেন। বিষয়টি নিয়ে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়ার মধ্যেও আছেন বলেও সংবাদ সম্মেলনে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ সহযোগী অধ্যাপক।

Link copied!