ইউক্রেনে থাকা দুই জাহাজের ২৮ নাবিককে নিরাপদে উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩, ২০২২, ০৮:৩৫ পিএম

ইউক্রেনে থাকা দুই জাহাজের ২৮ নাবিককে নিরাপদে উদ্ধার

ইউক্রেনের বন্দরে আটকে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে রকেট হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনার পর ২৮ জীবিত নাবিককে উপকূলে বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (৩ মার্চ) রাত সাড়ে ৮টায় বিএসসির নির্বাহী পরিচালক ড. পীযূষ দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টার দিকে বাংলার সমৃদ্ধি থেকে ২৮ নাবিক ও নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহসহ বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে নাবিকদের জাহাজ থেকে নিরাপদে নামানো সম্ভব হয়েছে। হাদিসুরের মরদেহ তার সহকর্মীরা বহন করছে। 

যাদের উদ্ধার করা হলো

জাহাজের মাস্টার জিএম নুর ই আলম। ১০ মার্চ ২০২১ থেকে তিনি ওই জাহাজে কর্মরত। এডিশনাল মাস্টার এমডি মনসুরুল আমিন, এসিও সেলিম মিয়া, সেকেন্ড অফিসার রামাকৃঞ্চ বিশ্বাস, থার্ড অফিসার এমডি রুকনুজ্জামান রাজিব, ফারিয়াতুল জান্নাত তুলি। ফয়সাল আহমেদ সেতু, চিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওমর ফারুক, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার সৈয়দ আরিফুল ইসলাম, সেকেন্ড অফিসার রবিউল আউয়াল,চতুর্থ অফিসার সালমান সারোয়ার সামি, ফারজানা ইসলাম মৌ, মোহাম্মদ শেখ সাদি, ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদুর রহমান, জামাল হোসাইন, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ আমিনুল ইসলাম, মহিন উদ্দিন, হোসাইন মোহাম্মদ রাকিব, সাজজাদ ইবনে আলম, নাজমুল উদ্দিন, ইলেক্ট্রিশিয়ান মোহাম্মদ নজরুল ইসলাম, অয়েলার সারোয়ার হোসাইন, অয়েলার-২ মাসুম বিল্লাহ, অয়েলার-৩ মোহাম্মদ হোসাইন, ফায়ারম্যান মোহাম্মদ আতিকুর রহমান, চিফ কুক মোহাম্মদ শফিকুর রহমান এবং জিএস মোহাম্মদ সাইফুদ্দিন। জিএস। 

বুধবার (২ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়) বাংলাদেশ শিপিং করপোরেশনের ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলা হয়। বিষয়টি নিশ্চিত করেন ওই জাহাজের নাবিক সালমান সামি। হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হয়ে যাওয়ায় ২৯ নাবিকসহ সেখানেই আটকা পড়ে জাহাজটি। ইউক্রেন থেকে সিরামিকের কাঁচামাল নিয়ে তাদের ইতালিতে যাওয়ার কথা ছিল।

Link copied!