ইসি গঠনে শিগগিরই আইন হচ্ছে: আইনমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৮, ২০২১, ০৯:২২ পিএম

ইসি গঠনে শিগগিরই আইন হচ্ছে: আইনমন্ত্রী

নির্বাচন কমিশন(ইসি) গঠনে শিগগিরই জাতীয় সংসদে শিগগিরই আইন আনা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।  জাতীয় সংসদের আগামী দুটি অধিবেশনের মধ্যেই এটাকে বিল আকারে আনা হবে এবং এবারের কমিশন এই আইনের অধীনে হবে না বলেও তিনি জানান।

রবিবার (২৮ নভেম্বর) জাতীয় সংসদে বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল ২০২১ বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের ওপর বক্তব্য দেওয়ার সময় আইনমন্ত্রী এসব তথ্য জানান। 

বিরোধী দলীয় সংসদ সদস্যরা নির্বাচন কমিশন গঠনে আইন করার জন্য জাতীয় সংসদ দাবি জানিয়ে আসছিলো এছাড়াও সুশীল সমাজের পক্ষ থেকেও সংসদের বাইরে এটা নিয়ে কথা উঠেছে।

রবিবার জাতীয় সংসদে বিলটি বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়েও বিএনপির হারুনুর রশিদ ও জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের কথা বলেন।

এরই প্রেক্ষিতে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, “বিচারক নিয়োগ আইন এবং নির্বাচন কমিশন গঠন দুটি আইনেরই খসড়া করা হচ্ছে।”

সম্প্রতি সুশাসনের জন্য নাগরিক, সুজনের প্রতিনিধিদের সাক্ষাতের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী আরও বলেন, “তারা একটা আইনের ড্রাফট (নির্বাচন কমিশন গঠনে) করেছে, সেটা দিতে এসেছিলেন। উনারা বলছিলেন এটাতে সবই আছে। এটা অধ্যাদেশ আকারে করে দিলেও তো হয়ে যায়। তখন আমি পরিষ্কার বলেছি, নির্বাচন কমিশনার নিয়োগের এই আইন সংসদে আলোচিত না হওয়া পর্যন্ত আইনটি করা ঠিক হবে না। আমি মনে করি, এটা সংসদে আলোচিত হওয়া উচিত।”

আনিসুল হক বলেন, “আমার পরিকল্পনা এর (চলতি সংসদের) পরের সংসদ বা তার পরের সংসদে আমরা এটা আলাপ করবো। কিন্তু অন্যান্য আনুসঙ্গিক কাজ তাড়াহুড়া করে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারির মধ্যে করা যাবে না বলেই আমি বলেছি।”

আইনমন্ত্রী বলেন, “প্রাকটিক্যাল স্পিকিং অ্যান্ড স্পিকিং দ্য ট্রুথ ইজ দ্য রাইট থিং। সেই জন্য আমি আশ্বস্ত করিনি। তবে দুটোই আমরা করার চেষ্টা করছি।”

প্রসঙ্গত, কে এম নূরুল হুদার নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হওয়া সাপেক্ষে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি নতুন ইসি দায়িত্ব গ্রহণ করবে। সরকারের পক্ষ থেকে এরই মধ্যে জানানো হয়েছে, অগের দুই নির্বাচন কমিশনের মত রাষ্ট্রপতি আসছে নির্বাচন কমিশনও সার্চ কমিটির মাধ্যমে গঠন করবেন।  

Link copied!