ঈদ উপলক্ষে কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড়

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৯, ২০২২, ১১:২৬ এএম

ঈদ উপলক্ষে কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড়

ঈদের বাকি আর কয়েকদিন। সে হিসেবেই দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতরের খুশি। আর ঈদের এ খুশি ভাগাভাগি করে নিতে গ্রামের বাড়ি ছুটছেন মানুষ।

 

শুক্রবার (২৯ এপ্রিল) সাপ্তাহিকসহ ঈদের ছুটি শুরু হওয়ায় ঘরমুখী মানুষের চাপ বেড়েছে কমলাপুর রেলস্টেশনে। সরেজমিনে দেখা গেছে, ভোর থেকে রেলস্টেশনে বাড়তে থাকে যাত্রীদের চাপ। গেটে টিকিট চেক করে স্টেশনের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন নিরাপত্তাপ্রহরীরা। আবার অনেকে নির্ধারিত সময়ের আগেই স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছেন।

যানজট ও ট্রেন ধরতে না পারার আশঙ্কা থেকেই অনেক আগে স্টেশনের উদ্দেশ্যে রওনা হন এসব মানুষ। যাদের বাসা দূরে, তারা সেহেরির আগেই রওনা দিয়েছেন। আর যাদের কাছাকাছি এলাকায়, তারা সেহেরি খেয়ে রওনা দিয়েছেন স্টেশনে। 

 

Link copied!