প্রতি ঈদের সময় বাংলাদেশের সড়ক দুর্ঘটনার হার বেড়ে যায়। গত ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনার একটি চিত্র তুলে ধরেছে রোড সেফটি ফাউন্ডেশন। এবার ঈদুল আজহার আগে ও পরে (২৩ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত) সারাদেশে ৩০৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩২৪ জনের মৃত্যু হয়েছে।
‘ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার চিত্র’ শীর্ষক এক প্রতিবেদনে ঈদুল আজহায় সারাদেশে সড়ক দুর্ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে সংস্থাটি এই প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে জানানো হয়, নিহতের মধ্যে নারী ৬১ জন ও ৭২ জন শিশু। আহত হয়েছেন কমপক্ষে ৬৩১ জন।
পরিসংখ্যানে দেখা গেছে, নিহতদের মধ্যে মোটরসাইকেলচালক ও আরোহী ১০৬ জন, বাসযাত্রী ১০ জন, ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর-ট্রলি আরোহী ২৪ জন, প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স আরোহী ২৫ জন, থ্রি-হুইলারযাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-ম্যাক্সি) ৭০ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-টমটম-মাহিন্দ্র) ১১ জন এবং বাইসাইকেল-প্যাডেল রিকশা আরোহী ৯ জন নিহত হয়েছেন।
একই সময়ে ১৪টি নৌ দুর্ঘটনায় ২১ জন নিহত, ২৬ জন আহত এবং ১৩ জন নিখোঁজ রয়েছেন। ২৭টি রেলপথ দুর্ঘটনায় ২৩ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।
উল্লেখ্য, ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। কিন্তু যেসব দুর্ঘটনায় প্রাণহানি ঘটেনি অথবা শুধু আহত হয়েছেন- সেসব দুর্ঘটনার অধিকাংশই গণমাধ্যমে আসেনি। ফলে দুর্ঘটনায় প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে।