সংগৃহীত ছবি
ঈদের সময় ফাঁকা ঢাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে জানিয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ঈদের সময় ফাঁকা ঢাকায় তিন স্তরের নিরাপত্তা রাখা হয়েছে৷ তবে যারা ছুটিতে ঢাকার বাইরে যাবেন, তাদের প্রতি মূল্যবান সবকিছু সঙ্গে নিয়ে যাওয়ার বা নিরাপদ কোনো স্থানে রেখে যাওয়ার পরামর্শ রইলো।
বৃহস্পতিবার (২২ জুন) ঈদকে ঘিরে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন শাখা ও সেবা দানকারী সংস্থার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সমন্বয় সভা শেষে তিনি এ তথ্য জানান।
এ সময় তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কোনোভাবেই কোরবানির পশুরহাট বসতে দেয়া হবে না৷
হাটের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, কোরবানির পশু কেনা-বেচায় জাল টাকা ও প্রতারণা ঠেকাতে প্রতিটি হাটে টাকা শনাক্তকরণ মেশিন থাকবে।
এছাড়া শ্রমিক অসন্তোষ এড়াতে ঈদের আগেই পোশাক শ্রমিকদের বোনাস পরিশোধ করতে কারখানা মালিকদের বলা হয়েছে বলে জানান তিনি।