ঈদের ছুটিতে ফাঁকা কক্সবাজারের হোটেল, নেই কাঙ্খিত পর্যটক

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১০, ২০২২, ০৭:১৭ পিএম

ঈদের ছুটিতে ফাঁকা কক্সবাজারের হোটেল, নেই কাঙ্খিত পর্যটক

কোরবানি ঈদ, ঈদের টানা ছুটিতে কক্সবাজার ছুটে আসে লাখো পর্যটক। তবে এবারের ঈদে তা ব্যতিক্রম। সৈকতে এসেছে হাতেগোনা কয়েক হাজার পর্যটক। তারা সাগরের উত্তাল ঢেউয়ে মেতেছেন আপন মনে। ফাঁকা সৈকতে ঘুরছেন বাঁধাহীনভাবে। বেশিরভাগ হোটেল মোটেলের অর্ধেকই এখনো ফাঁকা।

ব্যবসায়ীরা বলছেন, প্রতি বছরের মতো এবারও ঈদে অতিথি বরণে হোটেল মোটেলগুলোকে সাজানো হয়েছে। অনেকেই দিচ্ছে বিশেষ ছাড়।

বিভিন্ন জেলায় দীর্ঘস্থায়ী বন্যার প্রভাব পড়েছে পর্যটন খাতে, ধারণা সংশ্লিষ্টদের। তবে ঈদের পরে পর্যটক বাড়তে পারে, আশা ব্যবসায়ীদের।

পর্যটকরা উত্তাল সাগরে সমুদ্রস্নানে ব্যস্ত দেখা গেলেও তাদের নিরাপত্তায় ছিল না লাইফ গার্ড কর্মীরা। তবে পর্যটন স্পট সহ সৈকতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে দাবি ট্যুরিস্ট পুলিশের।

ট্যুরিস্ট পুলিশের উপ পরিদর্শক মোহাম্মদ আয়ুব আলী বলেন, পর্যটক কম। তবে আমাদের নিরাপত্তার দিক-দিয়ে কোন ধরণের ছাড় নেই। প্রতিটি পয়েন্ট এবং পর্যটনগুলো নিরাপত্তা জোরদার রয়েছে।

কক্সবাজারের পর্যটকরা অনেকেই ছুটে যান হিমছড়ি, দরিয়ানগর, ইনানী ও সেন্টমার্টিনে। তবে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় এবার সেন্টমার্টিন যাওয়া যাবে না।

কক্সবাজারে রয়েছে ৫ শতাধিক হোটেল মোটেল রিসোর্ট ও গেস্টহাউস। যেখানে রাত্রিযাপনের ব্যবস্থা রয়েছে দেড় লাখের বেশি পর্যটকের।

Link copied!