উখিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রোহিঙ্গা মাঝির মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৮, ২০২৩, ০৯:১২ এএম

উখিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রোহিঙ্গা মাঝির মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা মাঝি মারা গেছেন। নিহতের নাম রশিদ আহমদ (৩৬)। শনিবার রাত ৮টার দিকে ‌‘এ’ ব্লকে দ্বিতীয় স্ত্রীর ঘরে তাকে ছুরিকাঘাত করা হয়।

উখিয়ার পালংখালীর ক্যাম্প-১৫, জামতলীর ব্লক- এ/৪, শেড নম্বর-৩৩২ এর বাসিন্দা মৃত আব্দুল হাকিমের ছেলে। তার- এফসিএন-২৩০১৮১ এবং তিনি ব্লক হেড মাঝির দায়িত্ব পালন করছিলেন।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, সন্ধ্যায় নিজের পরিচালিত ব্লকের একটি দোকানের সামনে কয়েকজন স্থানীয়দের সঙ্গে মোহাম্মদ রশিদ আলাপ করছিলেন। এসময় ১০/১৫ জনের অজ্ঞাত একদল দুষ্কৃতিকারী অতর্কিত হামলা করে। তাদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই রশিদের মৃত্যু হয়। খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পরে নিহত অবস্থায় মোহাম্মদ রশিদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ক্যাম্প ও আশপাশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে।

Link copied!