জুলাই ৩১, ২০২৩, ০৩:২০ পিএম
গত শনিবার ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচি পালরেকালে রাজধানীর ধোলাইখাল থেকে আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে খাওয়ানোর দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টিকে দোষের কিছু দেখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বরং এনিয়ে সাংবাদিকদের কাছে উল্টো প্রশ্ন তুলেছেন-“উনি কেন খাইলেন এটা জিজ্ঞেস করেন। এত ক্ষুধা রাজনীতিক নেতার? কিসের রাজনীতিক? তিন দিনও খাইনি আমরা একসাথে।”
সোমবার (৩১ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
একটি জাতীয় দৈনিকে আওয়ামী লীগের ওবায়দুল কাদের ও শেখ ফজলুল করিম সেলিমের পুরানো ছবি এবং গয়েশ্বর চন্দ্র রায় এবং আমান উল্লাহ আমানের গত শনিবারের ছবি পাশাপাশি ছাপানো হয়েছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “তো হয়েছে কি? যা সত্য সেটা আসছে, অসুবিধা কি? যেটা সত্য এটা আসছে, সেটা তো আর কিছু বলার নাই। কেউ সাজিয়ে দিয়েছে কিনা সেটা ভিন্ন খবর। উনি (গয়েশ্বর) তো রুই মাছ দিয়ে ভালো করেই খাইছেন।”
একজনকে খাওয়ানোর পর তার ভিডিও করে ছেড়ে দেওয়া রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে কিনা-এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “এটা কি রাজনৈতিক লোকেরা করছে? আরে গোয়েন্দার কাজেই তো। গোয়েন্দা গোয়েন্দাই। সে তো তথ্য নিয়ে বের করার জন্য বসে আছে।”