এতিমদের পাশে ঢাকা মহানগর উত্তর আ.লীগের সহ-সভাপতি ওয়াকিল উদ্দিন

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১, ২০২২, ০৭:১২ পিএম

এতিমদের পাশে ঢাকা মহানগর উত্তর আ.লীগের সহ-সভাপতি ওয়াকিল উদ্দিন

ঈদ আনন্দ ছিন্নমূল, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ছড়িয়ে দিতে পাশে দাড়িয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াকিল উদ্দিন। ছিন্নমূল ও দরিদ্র মানুষদের মাঝে পৌঁছে দিয়েছেন নগদ অর্থ ও নতুন কাপড়। প্রায় দুই হাজার একশ পরিবার এবং ২৬টি মাদ্রাসা ও এতিমখানায় শিশুরা তার কাছ থেকে এবার ঈদ উপহার পেয়েছে।

গত কয়েকদিন ধরে ঢাকার ভাসানটেক থানাধীন ৯৫ নং ওয়ার্ডের ৬টি মাদরাসা ও এতিমখানা, ক্যান্টনমেন্ট ইউনিয়ন এলাকার ৩টি মাদরাসা ও এতিমখানা, ১৯নং ওয়ার্ডের ১০টি মাদরাসায় নগদ অর্থ ও কাপড় বিতরণ করেন তিনি। এগুলোর মধ্যে রয়েছে জামিয়া মুহাম্মাদিয়া ইসলামিয়া (কড়াইল বিটিসিএল), কড়াইল কবরস্থান ফজলুল করিম র. হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা, আজিজিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা, দারুল উলুম কড়াইল মাদরাসা ও এতিমখানা, নূরানী এতিমখানা হাফিজিয়া মাদরাসা, বনানী চেয়ারম্যান বাড়ি খানকাশরীফ হামিদিয়া নূরানী মাদরাসা, কড়াইল বউ বাজার আদর্শ নগর মাদরাসা ও এতিমখানা, নূরানিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা। 

মুক্তিযোদ্ধা মো. ওয়াকিল উদ্দিন এর এই সহায়তা পেয়ে ৬২ বছর বয়সী আজিজুল মিয়া আনন্দাশ্রুত ধরে রাখতে পারেননি। আনন্দ কম্পিত কণ্ঠে তিনি বলেন, ‘ঈদে কামাই রোজগার নেই। বউডারেও কিছু দিবার পারি নাই। এক্কান শাড়ি দিয়ে আমগো ওয়াকিল সাব। এর আগেও করোনার সময় ম্যালা কিছু দিছে। আল্লাই ওনার মঙ্গল করুক।’ করোনার ভয়াল থাবায় ভ্যানচালক আজিজুলের অভাব অনটনের সংসারে নেমে আসে চরম বিপর্যয়। এখন রিকশা চালিয়ে কোনো রকম দিন পার করেন। 

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা ওয়াকিল উদ্দিন বলেন, মুসলিম জাহান সিয়াম সাধনা এবং ত্যাগের মধ্য দিয়ে সর্বশক্তিমান আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে সিরাতুল মুস্তাকিমের পথে চলার অঙ্গীকারে প্রত্যয়ী হওয়ার এক সফল অনুষ্ঠান এই পবিত্র ঈদ। এ উৎসব আমাদেরকে একতাবদ্ধ ও মহৎ হতে শেখায়। ঈদের আনন্দ দলমত নির্বিশেষে সব শ্রেণির মানুষের সঙ্গে ভাগ করার মাঝেই সর্বাঙ্গীন কল্যাণ। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে অনেক পরিবারে ঈদের আনন্দ আসে না। তাই আমার ঈদের আনন্দ আমি তাদের সাথে ভাগ করে নিতে চেয়েছি মাত্র। আমি সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।

Link copied!