এবার নেত্রকোনায় শিক্ষকের মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৫, ২০২২, ১০:১৯ এএম

এবার নেত্রকোনায় শিক্ষকের মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ

মাছ ধরতে বিদ্যালয়ের বিদ্যুৎ ব্যবহার করতে না দেয়ায় শিক্ষককে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে বখাটেদের বিরুদ্ধে। যদিও এ ঘটনায় এখনো লিখিত কোনো অভিযোগ করেননি আহত শিক্ষক মো. মোস্তফা কামাল (৪৪)। নেত্রকোনা জেলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি। আহত মোস্তফা কামাল জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের সেহড়াউন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

তিনি জানান, রবিবার (৩ জুলাই) বিকালে সেহড়াউন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎ দিয়ে ডোবা থেকে মাছ ধরতে মর্টার চালিয়ে সেচ দিচ্ছিল সেহড়াউন্দ গ্রামের হেলাল মিয়ার ছেলে মোবারক মিয়া (২০), বকুল মিয়ার ছেলে সুমন মিয়া (২০) ও সেকুল মিয়ার ছেলে শরীফ (১৫)। এ সময় বিদ্যুৎ ব্যবহারে বাধা দেয়ায় বখাটেরা ক্ষিপ্ত হয়ে পিটিয়ে আহত করে তাকে। পরে স্বজনরা ওই শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। স্থানীয়রা জানান পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন আহত শিক্ষক মোস্তফা কামালের বড় ভাই মজিবুর মিয়া।

এদিকে কলমাকান্দার থানার সিধলী পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক উজ্জল কান্তি সরকার জানান, বিষয়টি নিয়ে এখনো লিখিত অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ দিলে সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Link copied!