এলডিসি-৫ সম্মেলনে যোগ দিতে মার্চে কাতার যাবেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২, ২০২৩, ১০:৫৫ পিএম

এলডিসি-৫ সম্মেলনে যোগ দিতে মার্চে কাতার যাবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের স্বল্পন্নোত দেশগুলোর পঞ্চম সম্মেলন এলডিসি-৫ এ যোগ দিতে আগামী মার্চে কাতার যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, কাতারের দোহায় আগামী ৫-৯ মার্চ এলডিসি-৫ এর সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে যোগ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

এ ছাড়া আগামী ৯-১০ সেপ্টেম্বর ভারতের নয়া দিল্লিতে হতে যাওয়া জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর।

সৌদি আরবসহ বিভিন্ন দেশের কাছ থেকে বাকিতে তেল আমদানির অগ্রগতি সম্পর্কে প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, ‘ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি বিভিন্ন উপায় নিয়ে কাজ করা হচ্ছে। সরকার মধ্যপ্রাচ্যসহ সম্ভাব্য সব উৎসের সঙ্গে আলোচনা করছে। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে জানানো হবে।

Link copied!