ককটেল বিস্ফোরণের অভিযোগে হেফাজতের নেতা গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৯, ২০২১, ০৮:১৪ পিএম

ককটেল বিস্ফোরণের অভিযোগে হেফাজতের নেতা গ্রেপ্তার

ককটেল বিস্ফোরণসহ সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা হেফাজতে ইসলামের আমীর ও তার দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।উপজেলার ডাইনকিনি এলাকার বাড়ি থেকে রবিবার (১৮ এপ্রিল) রাত ১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কালিয়াকৈর-শ্রীপুর জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল মামুন। 

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা হেফাজতে ইসলামের আমীর ও উপজেলা ওলামা পরিষদের সভাপতি এমদাদুল হক (৪২), তার ভাই মোহাম্মদ আলী (৪৮) ও আশরাফ হোসাইন (৪০)।

কালিয়াকৈর থানার ওসি মো. মনোয়ার হোসেন বলেন, “হেফাজত নেতা মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে  রোববার রাতে চন্দ্রা-কালামপুর রোডে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে পুলিশ গেলে তাদের লক্ষ করেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পুলিশও গুলি ছোড়ে। পরে  তাদের ধাওয়া করে বিভিন্ন বাড়ি-ঘর থেকে কিছু লিফলেটসহ গ্রেপ্তার করা হয়। বিস্ফোরক দ্রব্য আইন ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোপগে কালিয়াকৈর থানায় তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।”

জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খান বলেন, এমদাদুল হক কালিয়াকৈর উপজেলা হেফাজতে ইসলামের আমীর ও উপজেলা ওলামা পরিষদের সভাপতি। তাছাড়া এমদাদুল হক কালিয়াকৈর উপজেলার চন্দ্রা দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ। তার ছোট ভাই আশরাফ হোসাইন একই প্রতিষ্ঠানের শিক্ষক এবং বড় ভাই মোহাম্মদ আলী মুদি দোকানি। রোববার রাত ১টার দিকে বাড়ি থেকে সাদা পোশাকের পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।

Link copied!