কক্সবাজার পৌর নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক

জুন ১২, ২০২৩, ০২:০৩ পিএম

কক্সবাজার পৌর নির্বাচনে ভোটগ্রহণ চলছে

কক্সবাজার পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। সোমবার সকাল ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৪টায়।

কক্সবাজার পৌর নির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আছেন মাহাবুবুর রহমান চৌধুরী। স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত মাসেদুল হক ওরফে রাশেদ, জগদীশ বড়ুয়া(হেলমেট প্রতীক),জোসনা হক (মোবাইল ফোন প্রতীক) ও মো. জাহেদুর রহমান (হাতপাখা প্রতীক)।

তবে স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত) মাসেদুল হক ওরফে রাশেদের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে।

স্থানীয় নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট ভোটার ৯৫ হাজার ৩৮৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫০ হাজার ১৮৪ জন ও নারী ভোটার ৪৫ হাজার ২০২ জন।  

Link copied!