করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রতিরোধক টিকা নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকালে তিনি ওই টিকা নেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব ইমরুল কায়েস রানা।
https://www.youtube.com/watch?v=kQG1sYvIVzU
এর আগে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আলাপচারিতায় প্রধানমন্ত্রী টিকা নিচ্ছেন না কেনো? আদৌ নিবেন কিনা, নাকি আগেই নিয়ে ফেলেছেন এমন জল্পনা হয়। পরে টিকা নেওয়ার কারণও একাধিকবার বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২৭ জানুয়ারি টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে প্রথমে এবং এর একমাস পর ২৭ ফেব্রুয়ারি বিকালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়া উপলক্ষে সংবাদ সম্মেলনেও তিনি নিজের টিকা নেওয়ার বিষয়ে কথা বলেন।
টিকা নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বলেছিলেন, ‘আমি অবশ্যই টিকা নেবো। তবে দেশের মানুষকে আগে দিতে হবে। আমার ৭৫ বছর বয়স। আজ আছি, কাল নেই। যে কোনো সময় মারা যেতে পারি। একটা টার্গেট করা আছে, সে পরিমাণ যখন দেওয়া হবে, তখন যদি টিকা থাকে, তাহলে তখন টিকা নেবো।’
এর আগে বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও টিকা নিয়েছেন।