করোনার ভ্যাকসিন নিলেন খালেদা জিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৯, ২০২১, ০৪:৩১ পিএম

করোনার ভ্যাকসিন নিলেন খালেদা জিয়া

করোনাভাইরাস প্রতিরোধী ভ্যকসিন নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়। সোমবার (১৯ জুলাই) বেলা আড়াইটার দিকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে তিনি ভ্যাকসিন নিয়েছেন।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও খালেদা জিয়ার ব্যক্তিগত কর্তকর্তারা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার ভ্যাকসিন নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।  

গত ১২ জুলাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন নেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন করেন। রবিবার (১৮ জুলাই) তার ভ্যাকসিন নেওয়ার এসএমএস আসে।

গত ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেন খালেদা জিয়া। সেখানেই মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটট ও হাসপাতাল কেন্দ্রে ভ্যাকসিন নিতে চান বলে তিনি জানিয়েছিলেন। পরবর্তীতে বাসায় টিকা দেওয়ার ব্যবস্থা করার দাবি জানান বিএনপি নেতারা।

 

Link copied!