কাশিমপুর কারাগারে হাজতীর সঙ্গে বাদীর বিয়ে

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২১, ০৯:২০ পিএম

কাশিমপুর কারাগারে হাজতীর সঙ্গে বাদীর বিয়ে

নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলায় কারাগারে থাকা সাজাপ্রাপ্ত এক পুরুষ আসামির সঙ্গে ২০ লাখ এক টাকা দেনমোহরে ওই মামলার বাদীর বিয়ে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে এ বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে বর ও কনে পক্ষের একজন করে অভিভাবক উপস্থিত ছিলেন।

হাজতি বর  কে এম আক্কাস (৪৫) চট্টগ্রামের সাতকানিয়া থানার পূর্ব খাটিয়া এলাকার আব্দুল হামিদের ছেলে বলে জানা গেছে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন হাজতির সঙ্গে মামলার বাদীর বিয়ের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে বলেন, নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার বাদীর বাড়িও চট্টগ্রামে। পরিচয়ের সূত্র ধরে আক্কাসের সঙ্গে ওই নারীর সম্পর্ক গড়ে ওঠে।  এক পর্যায়ে তাকে বিয়ে না করে অন্য এক নারীকে বিয়ে করেন আক্কাস। এ ঘটনায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ওই নারী। এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন আক্কাস। পরবর্তীতে্বে ঘটনায় ক্ষুব্ধ হয়ে আক্কাসকে তালাক দেন তার স্ত্রী।

সিনিয়র জেল সুপার আরও জানান, এ মামলায় বাদীর সঙ্গে হাজতির বিয়ের নির্দেশ দেন হাইকোর্ট। ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এ বিয়ে সম্পন্ন হয়।  

 

Link copied!