কুমিল্লায় গৃহিণী হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১১, ২০২২, ০২:৪৮ পিএম

কুমিল্লায় গৃহিণী হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লার মেঘনা উপজেলার গৃহিণী জামিলা বেগমকে হত্যার ঘটনায় করা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সকালে এ আদেশ দেন কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—কুমিল্লার মেঘনা উপজেলার শিকির গাঁও এলাকার রাকিব হোসেন (২৮), মানিকারচর এলাকার তছির মিয়া (৪১) ও শিকির গাও এলাকার সুমন মিয়া (৩১)। রায় ঘোষণার সময় আসামি রাকিব ও তছির উপস্থিত ছিলেন। সুমন মিয়া পলাতক রয়েছেন।

এই মামলা থেকে টিটু মিয়া নামে একজনকে খালাস দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালে ২০ জুন সন্ধ্যায় মেঘনা উপজেলার মানিকারচর এলাকার গৃহিণী জামিলা বেগম নিখোঁজ হন। এর চার দিন পর বাড়িসংলগ্ন একটি ফসলি জমি থেকে জামিলার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৫ জুন জামিলার স্বামী ভ্যানচালক আবদুল হাকিম বাদী হয়ে মেঘনা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্তপূর্বক ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চার আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। তাঁদের মধ্যে তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

দীর্ঘ তদন্ত শেষে পুলিশ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ সকালে তিনজনকে মৃত্যুদণ্ড এবং টিটু নামে একজনকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।

Link copied!