রোগী দেখাতে টাকা না দেওয়ায় ছাত্রলীগ নেতাকে মারধর

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১১, ২০২২, ১০:১২ পিএম

রোগী দেখাতে টাকা না দেওয়ায় ছাত্রলীগ নেতাকে মারধর

টাকা না দেয়ায় রড দিয়ে পিটিয়ে এক ছাত্রলীগ নেতার মাথা ফাটানোর অভিযোগ উঠেছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের দালাল চক্রের  বিরুদ্ধে।

বুধবার (১১ মে) সকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হামলার শিকার ছাত্রলীগ নেতা হানিফুল ইসলাম রনি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

রনি জানান, ’আমার ছোট ভাই আমার এক আত্মীয়কে নিয়ে হাসপাতালে আসে বুধবার (১১ মে) সকালে। এ সময় কয়েকজন দালাল রোগীকে ডাক্তার দেখিয়ে দেয়ার কথা বলে টাকা চায়। সে টাকা না দিয়ে আমাকে বিষয়টা জানায়। পরে আমি বাসা থেকে হাসপাতালের সামনে যেতেই কয়েকজন দালাল আমার ওপর অতর্কিত হামলা করে। তারা আমাকে এলোপাথাড়ি কিল, ঘুষি, লাথি, থাপ্পড় মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় তারা আমার ছোট ভাইকেও মারধর করে।’ 

রনি আরও বলেন, ‘তারা রড দিয়ে আমার মাথায় আঘাত করলে আমার মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা আমাদের আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।’ মামলার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কমল কৃষ্ণধর বলেন, ঘটনার তদন্ত চলছে। 

Link copied!