কুসিক নির্বাচন: ভোট দিলেন মেয়র প্রার্থী রিফাত-কায়সার

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৫, ২০২২, ০৯:৪৭ এএম

কুসিক নির্বাচন: ভোট দিলেন মেয়র প্রার্থী রিফাত-কায়সার

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নিজের ভোট দিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত ও ঘোড়া প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ১১ নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রের চার নম্বর বুথে ভোট দেন কায়সার এবং তার কিছু সময় পর একই কেন্দ্রের এক নম্বর বুথে ভোট দেন রিফাত।

ভোট দেওয়া শেষে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রিফাত সাংবাদিকদের বলেন, নির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হচ্ছে। কেন্দ্রে বুথ কমিয়ে দিলেও আমার মাথাব্যথা নেই। বিষয়টি নির্বাচন কমিশন দেখবে। তবে আমি নির্বাচনে শতভাগ জয়ের আশাবাদী।

এদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী কায়সার অভিযোগ করে বলেন, নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে বুথ কম রাখা হয়েছে। আগের নির্বাচনে ৬টি বুথ রাখা হলেও, এখন ৩টি দেখা গেছে। ফলে ভোটগ্রহণে ধীরগতি হতে পারে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। তিনি দেখছেন বলে জানিয়েছেন।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত সিটির ২৭টি ওয়ার্ডের ১০৫টি ভোটকেন্দ্রে চলবে।

কুসিকের মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী ভোটার এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। এছাড়া, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুজন।

Link copied!