কুমিল্লায় কিশোর খেলোয়াড়দের বহনকারী একটি পিকআপের সাথে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে খেলোয়াড়সহ চারজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন।
রবিবার বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ভূঁইয়া পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জেলা সদর দক্ষিণ থানার ভঅরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী দ্য রিপোর্ট ডট লাইভকে দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- লালবাগ এলাকার আলী আহমেদের ছেলে মোরশেদ আলম (২৪), শাহআলমের ছেলে মো. সাকিব (১৫), মোহন মিয়ার ছেলে মো. সৈকত, ভুতা মিয়ার ছেলে মো ফয়সাল (২১)। তারা সবাই সদর দক্ষিণ এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, একটি পিকআপে করে স্থানীয় লালবাগ হাইস্কুল থেকে সদর দক্ষিণ উপজেলা মাঠে বঙ্গবন্ধু অনুর্ধ ১৭ ফুটবল খেলায় অংশ নিতে যাচ্ছিল। পিকআপটি জোড়কানন ভূঁইয়া পেট্রোল পাম্পের সামনে একটি সিএনজিকে সাইড দিতে গেলে চট্টগ্রামমুখী কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। আহতরা কুমিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন বলেও তিনি জানান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর দক্ষিণ উপজেলা পরিষদ মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ ১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ ১৭) ২০২৩-এর খেলা ছিল। বিকেলে ‘বারপাড়া বনাম জোড়কানন (পূর্ব)’ ইউনিয়নের মধ্যে খেলা হওয়ার কথা ছিল। একটি খোলা পিকআপভ্যানে করে ২০/২৫ জনের একদল কিশোর খেলোয়াড় খেলায় অংশ নিতে যাওয়ার পথে এই সংঘর্ষ হয়।এই দুর্ঘটনার কারণে ওই টুর্নামেন্টের ম্যাচ স্থগিত করা হয়েছে।