গরুর মাংসের অতিরিক্ত দাম: কারণ জানতে চাওয়ায় ক্রেতাকে কুপিয়ে যখম

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২, ২০২২, ০৯:১৯ পিএম

গরুর মাংসের অতিরিক্ত দাম: কারণ জানতে চাওয়ায় ক্রেতাকে কুপিয়ে যখম

বাগেরহাটে গরুর মাংসের দোকানে প্রদর্শিত মূল্য তালিকার অতিরিক্ত দাম নেওয়ার কারণ জানতে চাওয়ায় এক ক্রেতাকে কুপিয়ে জখম করেছে ব্যবসায়ীরা। এ সময় ব্যবসায়ীদের মারধরে আরও দুই ক্রেতা আহত হয়েছেন। 

সোমবার (২ মে) বিকেলে বাগেরহাট শহরের প্রধান বাজার সংলগ্ন শহর রক্ষা বাঁধে অবস্থিত এমাদুলের গরুর মাংসের দোকানে এ ঘটনা ঘটে।রক্তাক্ত জখম ক্রেতার নাম মো. লিটু (৩২)। তিনি শহরতলীর হাড়িখালী এলাকার মো. শামীম হাসানের ছেলে। তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্য আহতরা হলেন- একই এলাকার মো. মানিক মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৩৩) এবং মাঝিডাঙ্গা এলাকার আশ্বাব আলী হাওলাদারের ছেলে মো. রহমত (২৭)। তারা তিনজনই পেশায় অ্যাম্বুলেন্সচালক। এদিকে হামলার সঙ্গে জড়িত ইব্রাহীম মোল্লা (২২) নামের এক মাংস ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তিনি নাগেরবাজার এলাকার আইয়ুব আলী মোল্লার ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন মো. লিটু বলেন, ‘দোকানে প্রদর্শিত মূল্যতালিকায় গরুর মাংসের কেজি লেখা ছিল ৬৫০ টাকা। কিনতে চাইলে চর্বিসহ ৭০০ টাকা কেজি দাম চান ওই বিক্রেতা। চার্টে লেখা মূল্যের অতিরিক্ত নিলে চার্টের কী প্রয়োজন? দোকানির কাছে এটা জানতে চাইলে তারা আমাদের সঙ্গে খুবই বাজে ব্যবহার করে। এক পর্যায়ে আমাদের মারধর শুরু করে। ইব্রাহীম, এমাদুল, আরিফুলসহ ৫-৬ জন আমাদের চলা দিয়ে পিটায়। একজন আমার মাথার উপর ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। আমার সঙ্গে থাকা রহমত ও আব্দুর রাজ্জাককেও মারধর করেছে তারা। আমরা এই হামলার বিচার চাই।’ 

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ‘হামলার ঘটনায় জড়িত সন্দেহে ইব্রাহীম নামের একজনকে আটক করা হয়েছে। 

Link copied!