গানে গানে নির্বাচনী প্রচার চালাচ্ছেন হিরো আলম

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২৩, ০৭:১৩ পিএম

গানে গানে নির্বাচনী প্রচার চালাচ্ছেন হিরো আলম

সোশ্যাল মিডিয়ার আলোচিত তারকা হিরো আলম ভোটের প্রচারে নির্বাচনি এলাকা চষে বেড়াচ্ছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীক নিয়ে লড়ছেন। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) দুই আসনেই তিনি প্রার্থী।

ভোটের প্রচারে হিরো আলম গানের তালে তালে ট্রাকে করে নির্বাচনি প্রচারণায় এলাকাগুলোতে নিজের দলবল নিয়ে যাচ্ছেন। তিনি জনগণের কাছে গিয়ে একতারা মার্কায় ভোট চেয়ে দোয়া চাচ্ছেন।

প্রচারণার অংশ হিসেবে তিনি বেহুলা-লখিন্দরের ঐতিহাসিক বাসর ঘরে (মহাস্থানগড়) গিয়েছিলেন। সেখানে গিয়েও ভোটারদের কাছে ভোট প্রত্যাশা করেন তিনি।

উপস্থিত লোকজনকে হিরো আলম বলেন, মনে আনন্দ আছে বলেই ভোটে লড়ছি। ভোটে হার-জিত থাকবেই, চিন্তা কিসের? ভক্তরা আছে বলেই আজ আমি হিরো আলম।

তিনি আরও বলেন, অনেকেই জানতে চেয়েছিলেন, আমার নির্বাচনি প্রচারণায় চমক থাকবে কি না? তারই একটা চমক দিলাম। আমরা বেহুলা-লখিন্দরের বাসর ঘরে এসে ভোটের প্রচারণা চালালাম।

বেহুলা-লখিন্দরের বাসর ঘরের চারপাশে উন্নত করার প্রতিশ্রুতি দিয়ে হিরো আলম বলেন, এখানে অনেক দূর-দূরান্ত থেকে পর্যটকরা ঘুরতে আসেন। এ জায়গার সৌন্দর্য বর্ধনে কাজ করব। যারা ভোটার আছেন, তারা অবশ্যই আমাকে একতারা মার্কায় ভোট দেবেন। আপনাদের দোয়ায় আমি এমপি হলে অবশ্যই এখানকার উন্নতির চেষ্টা করব। যোগ করেন হিরো আলম।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ার আলোচিত মুখ হিরো আলম পরিচিতি পাওয়ার আগে ইউনিয়ন পরিষদের সদস্য পদে ভোট করেছিলেন। সেটি ২০১৬ সালের কথা। তখন তিনি ডিস ব্যবসায়ী ছিলেন। ২০২৩ সালে এসে এবার তিনি এমপি পদপ্রার্থী হলেন।

Link copied!