গ্রেনেড হামলা: সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের কাউকে ছাড় নয়, জানালেন আইনমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৮, ২০২২, ০৭:০১ এএম

গ্রেনেড হামলা: সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের কাউকে ছাড় নয়, জানালেন আইনমন্ত্রী

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আইন, বিচার  ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে সরকারি শিশু পরিবারের দেড় শতাধিক অবহেলিত ও সুবিধা বঞ্চিত শিশুর মাঝে উন্নতমানের খাবার পরিবেশন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আইন সচিব মো. গোলাম সারোয়ারসহ  তেজগাঁও সরকারি শিশু পরিবার ও সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন।

আইনমন্ত্রী বলেন,“সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের ফিরিয়ে আনার ব্যাপারে প্রয়োজনীয় চেষ্টা করছে সরকার। একইসঙ্গে বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামিদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।”

আইনমন্ত্রী বলেন, “সবাই জানেন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার কতদিন পর শুরু হয়েছে। আবার বিচার করতে গিয়ে জজ মিয়া নাটক সাজানো হয়েছে। এ কারণে অধস্তন আদালতে বিচার শেষ হতে দীর্ঘ সময় লেগে গেছে। এটি এখন উচ্চ আদালতে আছে।” খুব শিগগিরই এই মামলার আপিল শুনানি শুরু করা হবে বলেও তিনি জানান।

Link copied!