জুলাই ৩০, ২০২২, ০৮:৪৭ এএম
চট্টগ্রামের মিরসরাইয়ে মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় নিহত ১১ মাইক্রোবাসের যাত্রী ও চালকের পরিচয় মিলেছে। এদের মধ্যে ১০ জনই হাটহাজারীর জুগিরহাট আর অ্যান্ড জে কোচিং সেন্টারের ছাত্র-শিক্ষক। এ ঘটনায়রেলক্রসিংয়ের গেটম্যান সাদ্দামকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন শনিবার সকালে দ্য রিপোর্ট ডট লাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জন ওই কোচিং সেন্টারের শিক্ষক। হতাহতদের সবারই বাড়ি চট্টগ্রামের হাটহাজারির খন্দকিয়া গ্রামে।
নিহত চার শিক্ষক হলেন- খন্দকিয়া গ্রামের লাইনম্যান কবিরের বাড়ির আবদুল হামিদের ছেলে জিয়াউল হক সজীব, আজিজ মেম্বারের বাড়ির জানে আলমের ছেলে ওয়াহিদুল আলম জিসান, আবু মুসা খান বাড়ির মোতাহের হোসেনের ছেলে মোস্তফা মাসুদ রাকিব ও মজিদ আব্বাস চৌধুরী বাড়ির বাদশা চৌধুরীর ছেলে শিক্ষক রিদুয়ান চৌধুরী।
নিহত শিক্ষার্থীরা হলেন-খন্দকিয়া গ্রামের মোজাফফর আহমদের ছেলে মোসহাব আহমেদ হিসাম, মনসুর আলমের ছেলে মো. মাহিম, পারভেজের ছেলে সাগর, আবদুল মাবুদের ছেলে ইকবাল হোসেন মারুফ, আয়াতুল ইসলাম এবং মো. ইলিয়াছের ছেলে মোহাম্মদ হাসান।
মারা যাওয়া মাইক্রোবাসচালকের নাম গোলাম মোস্তফা নিরু। তিনি নগরীর হাজী মোহাম্মদ ইউসুফের ছেলে। দুর্ঘটনায় আহত সাতজন হচ্ছেন-তৌকিদ ইবনে শাওন, তছমির পাভেল, মো. মাহিম, মো. সৈকত, তানভীর হাসান হৃদয়, মোহাম্মদ ইমন ও আয়াতুল ইসলাম।
এদিকে, চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের নিহত ১১ যাত্রীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি নাজিম উদ্দীন শনিবার বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, “নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।”
অপরদিকে, এ ঘটনায় রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলীকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত,গতকাল শুক্রবার দুপুরে মীরসরাইয়ের খৈয়াছড়া এলাকার একটি রেলক্রসিংয়ে গেইটম্যান না থাকায় মাইক্রোবাস উঠে যায় রেললাইনে। ওইসময় দ্রুত গতির মহানগর প্রভাতী ট্রেন প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায় যাত্রীবাহী মাইক্রোবাসটিকে। এতে ১১ জন নিহত ও আহত হন আরও পাঁচজন। তাঁরা মিরসরাইয়ে ঝরনা দেখতে গিয়েছিলেন।