চট্টগ্রাম বন্দরে চারটি জাহাজে খালাস হচ্ছে ৪৭ হাজার ৪৪ মেট্রিকটন ভোজ্যতেল। ইন্দোনেশিয়া ও আর্জেন্টিনা থেকে এসব তেল নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক।
তিনি বলেন, গত ২৯ এপ্রিল থেকে এসব জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়তে শুরু করে। এরই মধ্যে কয়েকটি জাহাজের খালাস কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। বন্দরে আসা এসব তেল দেশের বাজারে ভোজ্যতেলের সংকট কিছুটা কমাবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
এদিকে, বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, এর মধ্যে আজ চট্টগ্রাম বন্দরে আসছে ১৩ হাজার টন ভোজ্যতেল। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা এ তেল নিয়ে ‘এমটি সুমাত্রা পাম’ নামের একটি জাহাজ শুক্রবার চট্টগ্রাম বন্দরে নোঙ্গর ফেলবে। এর আগে গত এপ্রিল মাসে পাঁচটি শিল্প প্রতিষ্ঠানের আমদানি করা এক লাখ ২০ হাজার টন ভোজ্যতেল দেশে এসেছে।
বন্দর সূত্রে জানা গেছে, ২১ হাজার টন তেল নিয়ে ওরিয়েন্ট চ্যালেঞ্জ, ৭ হাজার টন নিয়ে এন এস স্টিলা, ৭ হাজার ৭৯৯ টন নিয়ে এমটি প্রাইড ও ১১ হাজার ২৪৫ টন নিয়ে সানজিন জাহাজ বন্দরে এসেছে। ওরিয়েন্ট চ্যালেঞ্জ ও এন এস স্টেলা নামে দুটি জাহাজে আর্জেন্টিনা থেকে অপরিশোধিত সয়াবিন তেল আনা হয়েছে।