চাকরির সন্ধানে ত্রিপুরার ধর্মনগরে গিয়ে ১১ বাংলাদেশি আটক

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৮, ২০২২, ০১:১১ পিএম

চাকরির সন্ধানে ত্রিপুরার ধর্মনগরে গিয়ে ১১ বাংলাদেশি আটক

ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর থেকে ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের সঙ্গে ভারতের একজন দালালকেও আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে ধর্মনগরের রাজবাড়ী এলাকার আন্তরাজ্য বাস টার্মিনালে গৌহাটিগামী একটি নৈশকালীন বাস থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, পুলিশের কাছে গোপন সূত্রের মাধ্যমে খবর আসে বেশ কয়েকজন বাংলাদেশি আন্তরাজ্য বাস টার্মিনালে রয়েছেন। খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে ছুটে যায় এবং বাস থেকে তাদের আটক করে। তাদের মধ্যে সাতজন প্রাপ্ত বয়স্ক পুরুষ, দু’জন মহিলা এবং দুটি শিশু রয়েছে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন- আলামিন মিনা, রাহুল শেখ, আহাদ মিনা, শাহিদ্বীপ মুল্লাহ, রাজু শেখ, মোহাম্মদ মুল্লাহ, সাদিক শেখ, বিনা বেগম, কুলসুম বেগম, রফিক মিনা এবং শফিক মিনা। তাদের সঙ্গে আটক হন পশ্চিমবাংলার এক ব্যক্তি। তার নাম তারনাম মোহিদ শেখ। পেশায় তিনি একজন দালাল। আটকের পর তাদের কাছ থেকে মোবাইল ফোন, এটিএম কার্ড, ভারতের ভুয়া জাতীয় পরিচয় পত্র (আধার কার্ড) জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা ভিসা বা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, যশোরের কালিয়া থেকে তারা ভারতে যান। পশ্চিমবাংলার মোহিদ শেখ নামে একজন তাদের চাকরি দেওয়ার কথা বলে ভারত নিয়ে গেছেন। আটক হওয়া বাংলাদেশীরা বর্তমানে ভারতের ধর্মনগর থানায় রয়েছেন। শনিবার তাদের ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করার কথা।

Link copied!