জাপান থেকে ২ হাজার ৪০০ কোটি টাকা বাজেট সহায়তা আনলেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৩, ০৬:৫৯ পিএম

জাপান থেকে ২ হাজার ৪০০ কোটি টাকা বাজেট সহায়তা আনলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশকে ২ হাজার ৩শ ৮৬ কোটি টাকার সমপরিমাণ (৩০ বিলিয়ন ইয়েন) বাজেট সহায়তা দিবে বলে আশ্বাস দিয়েছে জাপান। সর্বশেষ বৃহস্পতিবার (এপ্রিল ২৭) এর রেট অনুযায়ী প্রতি ইয়েন এর বিনিময় মূল্য ০.৭৯ টাকা।

গতকাল বুধবার রাতে টোকিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই আশ্বাস দেন বলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান।

জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফর করছেন।

এক ব্রিফিংয়ে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ৩০ বিলিয়ন ইয়েন বাজেট সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, এ ছাড়া দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক চুক্তির বিষয়গুলো নিয়েও কাজ করতে উভয় পক্ষ সম্মত হয়েছে। 

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাপানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি বৈঠকই ফলপ্রসূ হয়েছে। এগুলো সুদূরপ্রসারী অর্থনৈতিক সম্পর্কের দ্বার উন্মোচন করবে। 

এর আগে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকের পর  দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে ৮টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

এসব চুক্তির ক্ষেত্রগুলো হলো কৃষি, শুল্ক বিষয়ক, প্রতিরক্ষা, আইসিটি এবং সাইবার-নিরাপত্তা, শিল্প আপগ্রেডিং, বুদ্ধিভিত্তিক সম্পদ, জাহাজ পুনর্ব্যবহার এবং মেট্রোরেল অবকাঠামো ও প্রযুক্তি।

 

প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল টোকিও সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৮ এপ্রিল) তিনি টোকিও থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন যাবেন। সেখান বিশ্বব্যাংক ও আইএমএফ এর সাথে বৈঠক শেষ করে বৃহস্পতিবার (০৪ মে) যুক্তরাজ্যের লন্ডন যাবেন সরকারপ্রধান।

Link copied!