জামালপুরের দেওয়ানগঞ্জে মো. সোহান মিয়া (২৩) নামে এক যুবককে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. ইল্লাল সরদারকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট-সিআইডি মঙ্গলবার রাতে খিলগাঁওয়ের ত্রিমোহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
বুধবার দুপুরে রাজধানীর মালিবাগে নিজ কার্যালয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর সংবাদ সম্মেলনে জানান, কিছুদিন আগে গাবতলী বাজার থেকে দেওয়ানগঞ্জ বাজারে যাওয়া নিয়ে ফকির আলী নামে একজনের সঙ্গে সোহানের এক আত্মীয়ের তর্ক বাধে। তর্কের এক পর্যায়ে ইল্লাল সরদার সোহানের ওই আত্মীয়কে মারধর করেন। ঘটনার বিষয়ে জানতে ইল্লালের কাছে যান সোহান। সেখানে বাকবিতন্ডার এক পর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন দুইজন। মারামারির এক পর্যায়ে সোহানের বুকে চাকু বসিয়ে দেনি ইল্লাল। ঘটনাস্থলে উপস্থিত লোকজন আহত অবস্থায় সোহানকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মুক্তা ধর আরও বলেন, গ্রেপ্তার ইল্লাল সরদারের বিরুদ্ধে খুন, নারী নির্যাতনসহ ৯টি মামলা রয়েছে। যার মধ্যে ৮টির বিচারকাজ শুরু হয়েছে এবং একটির তদন্ত চলছে।