জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার ও মহাসচিব আহসান হাবিব লিংকন সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ারসহ ১০ নেতাকে শান্তিপূর্ণ ঘরোয়া বৈঠক থেকে গ্রেফতারের ঘটনায় তীব্র উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে তাঁরা বলেন বর্তমান অগণতান্ত্রিক সরকার দিন দিন চরম উম্মত্ত ও মরিয়া হয়ে বিরোধী দলের ন্যূনতম রাজনৈতিক কর্মকান্ডকেও স্তব্ধ করে দিতে চাইছে। শহীদ রাষ্ট্রপতি জিয়ার মাজারে পুষ্পার্ঘ্য প্রদানকারী বিএনপি কর্মীদের উপর পুলিশের আক্রমন তার আরেকটি প্রমান। প্রতীয়মান হচ্ছে একে একে সকল বিরোধী কন্ঠকে স্তব্ধ করে দেওয়াই সরকারের একমাত্র টার্গেট। নিজ দলের আভ্যন্তরীন কোন্দল ও পাহাড় সমান প্রশাসনিক ব্যর্থতার দায়ভারে জর্জরিত সরকার এখন নতুন করে বিরোধী দলকে আক্রমনের লক্ষ্য বস্তুতে পরিণত করেছে।
আমরা অবিলম্বে এসব অনাচার-অত্যাচারের বিরুদ্ধে সমগ্র দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার গণ-আন্দোলন গড়ে তোলার আহবান জানাচ্ছি এবং অবিলম্বে মিয়া গোলাম পারোয়ারসহ সকল গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দের মুক্তি দাবী করছি।