ফেব্রুয়ারি ১৯, ২০২২, ০৩:০৯ পিএম
ইউক্রেন ইস্যুতে চলমান অস্থিরতার মধ্যে জার্মানির মিউনিখে অনুষ্ঠিত ৫৮তম নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ড.মোমেন বলেছেন, ‘ইউক্রেন ইস্যুতে ভূ-রাজনৈতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে জলবায়ু খাতে অর্থায়ন বাধাগ্রস্ত হতে পারে। ’শনিবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ড. মোমেন নিরাপত্তা সম্মেলনের আরেকটি অধিবেশনে ‘করোনা মহামারি থেকে বেরিয়ে আসার উপায়’ শীর্ষক আলোচনায় বক্তব্য দেন। পররাষ্ট্রমন্ত্রী এ সময় টিকার সমতা ও উন্নয়নশীল দেশগুলোতে টিকা উৎপাদন প্রযুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি জার্মানি ও ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়ে যান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেখানে পৃথক নিরাপত্তা সহযোগিতা বিষয়ক সম্মেলনে অংশে নেওয়ার কথা রয়েছে তার। মিউনিখের নিরাপত্তা সম্মেলন শেষে পররাষ্ট্রমন্ত্রী জার্মানি থেকে প্যারিস যাবেন।