জাল ভোট ও গোলযোগের অভিযোগে সাজা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৫, ২০২২, ০২:২৫ পিএম

জাল ভোট ও গোলযোগের অভিযোগে সাজা

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্রে জাল ভোট প্রদান ও গোলযোগের অভিযোগে ছয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক কামরুল হাসানকে জানান, সাজাপ্রাপ্তরা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছিল।
কাউকে তিনদিন, কাউকে ছয়দিন ও কাউকে নয়দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ছয়জনের মধ্যে একজনকে তিন মাসের সাজা দেওয়া হয়েছে। বাকিদের তিন থেকে এক সপ্তাহের সাজা দেওয়া হয়েছে।

এদিকে, ভোটগ্রহণ চলাকালীন এ সময়ে ১৯ নং ওয়ার্ডের কিছু ভোটার দাবি করেছেন, নেউরা এম আই উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে যে ইভিএম ব্যবহার করা হচ্ছে তাতে শুধুমাত্র 'নৌকা' প্রতীক দেখানো হচ্ছে।

Link copied!