মে ১০, ২০২৩, ০২:০৫ পিএম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলীয়ভাবে সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিষয়ে কোনো মন্তব্য করবো না।
আজ বুধবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ করত। সে আওয়ামী লীগে ছিল। আওয়ামী লীগ থেকে মেয়র হয়েছে। কিন্তু তার মা প্রকাশ্যে কখনো আওয়ামী লীগ করেছেন, এটা তো আমাদের জানা নেই। কাজেই তাকে বিরত রাখা আমাদের বিষয় নয়।
জাহাঙ্গীর তো আওয়ামী লীগের। তাঁর মা কখনো প্রকাশ্যে আওয়ামী লীগে ছিলেন না। তাই দলীয় কোনো সিদ্ধান্তের আগে আমি এই মুহূর্তে এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। যোগ করেন ওবায়দুল কাদের।
বিএনপি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে সংলাপ এবং নির্বাচনকালীন সরকারে ডাকা হয়নি। এখানে প্রলোভনের ফাঁদের প্রশ্ন আসে কেন? রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ বিএনপির গণতান্ত্রিক অধিকার, সুযোগ নয়। আওয়ামী লীগ কেন তাদের অনুগ্রহ করবে? ডেকে আনবে। আওয়ামী লীগ তাদের কোন ফাঁদে ফেলছে না।
সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও তত্ত্বাবধায়ক সরকার- বিএনপির এই তিন দাবি নিয়ে বিদেশিরা একটি কথাও বলেনি এবং কোন চাপ বা প্রস্তাবও দেয়নি বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আওয়ামী লীগকে নির্বাচনী ইস্যুতে মির্জা ফখরুল বিশ্বাস করেন না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগকে তারা বিশ্বাস করছে না, কিন্তু কেন? নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হওয়ার কথা, সেভাবে হবে। তাদের নিজেদের অধিকার যেভাবে প্রয়োগ করা উচিৎ, সেভাবে নিজেরা করবে।