জুন ১৮, ২০২৩, ০১:৩৬ পিএম
ট্যাক্স রিটার্ন প্রিপারার (টিআরপি) বিধিমালা বাতিল এবং আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে আয়কর আইনজীবীদের জন্য জায়গা বা স্পেস বরাদ্দ ও হস্তান্তরের দাবিতে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন ও ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের সামনে ট্যাক্স রিটার্ন প্রিপারার (টিআরপি) বিধিমালা বাতিল এবং আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে আয়কর আইনজীবীদের জন্য জায়গা বা স্পেস বরাদ্দ ও হস্তান্তরের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় নেতারা বলেন, ট্যাক্স রিটার্ন প্রিপারার (টিআরপি) বিধিমালা একটি কালো আইন, যা আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ধারা ১৭৪(২)(এফ)-এর সাথে সাংঘর্ষিক। এই কালো আইন সরকারের রাজস্ব বৃদ্ধিতে সহায়ক নয় বরং আয়কর আদায় বাধাগ্রস্ত হবে।
ফলে আয়কর অঙ্গনে দুর্নীতি ও অবৈধ প্রতিনিধিত্ব বাড়বে, যা দেশের রাজস্ব বৃদ্ধিতে অন্তরায় হবে এবং জনগণ সরকারের বিরুদ্ধে বিরূপ মনোভাব পোষণ করবে।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. তৌহিদ উজ্জামান খান (দিপু), বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন, মহাসচিব অ্যাডভোকেট মো. খোরশেদ আলমসহ অনেকেই।