জুলাই ২২, ২০২৩, ১১:০৫ এএম
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার দুপুরে শুরু হচ্ছে বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’।
দেশের অন্যান্য বিভাগে ধারাবাহিক সমাবেশ করার পর সবশেষ আজ ঢাকায় দুপুর দুইটার দিকে শুরু হচ্ছে ‘তারুণ্যের সমাবেশ’। অন্যদিকে, এদিন আওয়ামী লীগের কোনো কর্মসূচি না থাকলেও দলটির যুব অঙ্গসংগঠন আওয়ামী যুবলীগ গুলিস্তানে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করবে।
বিএনপি সূত্রে জানা গেছে, তারুণ্যের সমাবেশে বড় ধরণের শোডাউন করে সরকারবিরোধী আন্দোলনে নতুন বার্তা দিতে চাইছে বিএনপি। পাশাপাশি এই সমাবেশ থেকে আন্দোলনের নতুন রূপরেখাও জানাতে চায় তরুণদের।
ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগ মিলে শনিবারের সমাবেশ অনুষ্ঠান করছে বিএনপি। এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সমাবেশে আসতে শুরু করেছেন।
দুপুর একটার দিকে এই সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান ও অন্যান্য সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
তারুণ্য সমাবেশের অবস্থান তুলে ধরতে গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেন, “বঞ্চিত তরুণদের অধিকার প্রতিষ্ঠায় তারুণ্যের সমাবেশ। তরুণ সমাজ প্রস্তুত, জনগণের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এখন আর কোনো প্রতিবাদ নয়, সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
তিনি বলেন, “ভোট ও চাকরি থেকে বঞ্চিত তরুণদের নিয়ে তারুণ্যের সমাবেশ। এই আন্দোলন ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয়। জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন।”
তিনি আরও বলেন, “তারুণ্যের সমাবেশের মাধ্যমে তরুণ সমাজ উজ্জীবিত হচ্ছে। তাদের মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছে। বারবার জীবন দিয়ে প্রমাণ করছে শেষ পর্যন্ত তারা মাঠে থাকবে।”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, নতুন ভোটার আর তরুণদের কাছে টানতে জুন মাসের প্রথমদিকে বিএনপি ‘তারুণ্য সমাবেশে’র ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী এর আগে ১৪ জুন চট্টগ্রাম, ১৯ জুন বগুড়া, ২৪ জুন বরিশাল, ৯ জুলাই সিলেট ও ১৭ জুলাই খুলনায় তারুণ্যের সমাবেশ করেছে।এরই ধারাবাহিকতায় শনিবার অনুষ্ঠিত হচ্ছে সবশেষ তারুণ্যের সমাবেশ।
যুবলীগের বিক্ষোভ মিছিল:
রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে বিকেল ৩টার দিকে বিক্ষোভ মিছিল করবে আওয়ামী যুবলীগ।
যুবলীগ সূত্রে জানা গেছে, বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গুলিস্তানে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়াসহ সভাপতিত্ব করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, মুঞ্জুর আলম শাহীন, আবু আহমেদ নাসিম পাভেল, শেখ সোহেল উদ্দীন, ডা. খালেদ শওকত আলী, যুগ্ম সাধারণ বিশ্বাস মতিউর রহমান বাদশা, সুব্রত পাল, মো. বদিউল আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে যুবলীগ সূত্রে জানা গেছে।
এদিকে, গত ডিসেম্বর থেকে পদযাত্রা, অবস্থান, সমাবেশসহ বিএনপির কর্মসূচির পাল্টা কর্মসূচি দিয়ে আসলেও আজ রাজধানীতে আওয়ামী লীগের কোনো কর্মসূচি নেই।
তবে নোয়াখালী জেলা শাখা আওয়ামী লীগ সেখানকার জেলা স্কুলমাঠে ‘উন্নয়ন ও শান্তি সমাবেশ’ করবে আজ। এতে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। রবিবার (২৩ জুলাই) কোম্পানীগঞ্জ উপজেলা শাখা আওয়ামী লীগ একই কর্মসূচি পালন করবে বলে স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।