জানুয়ারি ১৮, ২০২৩, ০২:২৯ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রদলের দুই কর্মীর ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটেছে বালে জানিয়েছেন তিনি।
এই হামলায় ছাত্রদলের আহত দুই কর্মী হলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ২০১৬-১৭ সেশনের মাহমুদুল হাসান ও কবি জসীম উদদীন হলের ২০১৭-১৮ সেশনের জুবায়ের আলী।পরবর্তীতে, তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নির্দেশে এই হামলা হয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদল।
ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নির্দেশে টিএসসিতে আকস্মিক হামলা চালিয়ে আমাদের দুই কর্মীকে গুরুতর আহত করেছে ছাত্রলীগ। পরে তাদেরকে ঢামেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই হামলা ও সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
অভিযোগের বিষয়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত গণমাধ্যমকে বলেন, “ছাত্রলীগ এ হামলার সাথে জড়িত নয়। ছাত্রলীগ হামলা-মারধরের রাজনীতি করে না। এমম কোনো ঘটনা ঘটছে বলে আমি জানিও না। এছাড়া ছাত্রদল কোনো অভিযোগ করলে সেটা নিয়ে সবার সন্দেহ থাকে। কেননা, তারা অনেক বানোয়াট কথাবার্তা বলে থাকে।”