ফেব্রুয়ারি ৯, ২০২৩, ১১:২৩ এএম
তুরস্কের ভূমিকম্পে সহায়তার জন্য প্রায় ২১ কোটি টাকার সহায়তা ও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। যা ইতিমধ্যে তুরস্কে গিয়ে পৌছেছে। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান দ্য রিপোর্ট ডট লাইভকে একথা বলেন।
তিনি বলেন, শুধু তুরস্ক নয় বরং এর আগে আমরা বিভিন্ন দেশে দুর্যোগে সহায়তা পাঠিয়েছি। তুরস্কের এই বিপর্যয়ের সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়েছি। প্রায় ২ হাজার তাঁবু, ১০ হাজার কম্বল, ১৫ টনের মতো শুকনা খাবার নিয়ে বাংলাদেশের প্রতিনিধিদল ইতিমধ্যে তুরস্কে পৌছে গেছে।
এ থেকে বুঝা যায় দুর্যোগ মোকাবেলায় আমরা কতটা সক্ষম।
বাংলাদেশে এই ধরনের ভূমিকম্প কখনোই কাম্য নয়। ভৌগোলিক অবস্থানে সিলেট ও চট্টগ্রাম ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। তবে সকলের ভয় ঢাকাকে নিয়ে। ঢাকার পুরাতন ও ঝুঁকিপূর্ণ ভবন কিন্তু ইতিমধ্যে ভাঙার নির্দেশ দেয়া হয়েছে। যদিও এটা রাতারাতি সম্ভব নয়। তবে নতুন ভবন কিন্তু কোড মেলেই নির্মিত হচ্ছে।
এদিকে এই ধরনের দূর্যোগ মোকাবেলায় ৬৬ হাজার প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক প্রয়োজন। এর মধ্যে আমরা ৪৬ হাজার স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দিয়েছি। আসা করি শীঘ্রই বাকি সংখ্যাও পূরণ হবে।
এছাড়া উদ্ধার করার জন্য সরঞ্জাম ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কাছে দিয়েছি। এছাড়া ২টি হেলিকপ্টার ক্রয় করা হয়েছে। সব মিলিয়ে আমরা প্রস্তুতি নিয়েছি, তবে দূর্যোগে কবলিত হলে অবশ্যই ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে যায়।
আমরা এই ক্ষয়ক্ষতি পরিমাণ কমানোর যথাযথ পরিকল্পনা নিয়ে এগুচ্ছি।